বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা চলচ্চিত্র নির্মাণ হয়ে আসছে। যেমন: ওরা ১১ জন (১৯৭২), সংগ্রাম (১৯৭৩), একাত্তরের যীশু (১৯৯৩), হাঙ্গর নদীর গ্রেনেড (১৯৯৭),মুক্তির গান (১৯৯৫), শ্যামল ছায়া (২০০৩), খেলাঘর (২০০৬),জীবন থেকে নেওয়া (১৯৭১), এখনো অনেক রাত (১৯৯৭), মেঘের অনেক রং (১৯৭৬), আলোর মিছিল (১৯৭৪)