স্বাগত, ইংমার বারিমান। কোন পরিচালককে আপনার পছন্দ? এবং কে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে?

যখন আমি কিশোর তখন আমি ফরাসি চলচ্চিত্র দেখতাম। দুভিভে ও কারনেকে ব্যাপকভাবে এবং গোনে ক্লেমেন্তকে স্বাভাবিকভাবেই আমি শ্রদ্ধা করতাম।

আপনি চলচ্চিত্র পরিচালকদের কথা বলেছেন। আমি যদি থিয়েটারের পরিচালকদের কথা বলি…

সুইডেনে মঞ্চনাটকে পরিচালকদের একটি দীর্ঘ ঐতিহ্য আছে। তাদের দুজন আমার গুরু।

আমি ফরাসি দুজন বিখ্যাত নাট্যকারের নাটক পরিচালনা করেছেন। একজন মলিয়ের আরেকজন জঁ আনুই। বাকি ফরাসি নাট্যকার কে? যাঁর নাটক আপনি মঞ্চায়িত করতে চান?

আলবেয়ার কামু ও ইউজেন ইয়োনেস্কো।

কামু ও ইয়োনেস্কোর কোন নাটক দুটি?

এটা এখনই বলা মুশকিল। আমি কামুর ক্যালিগুলা করব। এই নাটকের ফরাসি নাম মনে পড়ছে না।

আর ইয়োনেস্কোর দ্য চেয়ার, ঠিক?
হ্যা একদম ঠিক।

মঞ্চ ও চলচ্চিত্র পরিচালনায় কোনো পার্থক্য দেখতে পান?

অবশ্যই। অনেক বড় পার্থক্য আছে দুটির মধ্যে। আমি মঞ্চনাটক পরিচালনা করতে ভালোবাসি। এটা আমার পেশা। এটা আমার জন্য প্রয়োজন। আর চলচ্চিত্র পরিচালনা হলো আমার নেশা।

আপনার নেশা, আপনার বড় আনন্দের জায়গা। আমি শেষ একটি প্রশ্ন করতে চাই। সুইডেন অর্থনৈতিক ও সামাজিভাবে ইউরোপের খুবই উন্নত একটি দেশ। সেদিক থেকে আপনার সিনেমাগুলো বিশেষ করে প্রথম সিনেমাটি অনেক বেশি তিক্ততা, হতাশা ও নিষ্ঠুরতা দিয়ে ভরা?
আমি শুধু মানুষের জীবন নিয়ে সত্য কথা বলতে চাই।

ধন্যবাদ। আমরা আপনার তারিফ করি।
আপনাকেও ধন্যবাদ।

সাক্ষাতকার: আঁদ্রে পারিনু
সূত্র: ইউরোপ অব কালচারস