হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হচ্ছে এবারের একাডেমি অ্যাওয়ার্ডস—অস্কারজয়ীদের নাম। বাংলাদেশ সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন।
এক নজরে দেখে নিন যাঁরা পেলেন পুরস্কার:
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের ‘ড্রাইভ মাই কার’
সেরা চলচ্চিত্র ‘কোডা’
সেরা অভিনেতা ‘কিং রিচার্ড’ ছবির জন্য উইল স্মিথ,
সেরা অভিনেত্রী ‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য জেসিকা চ্যাস্টেন
সেরা পরিচালক ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য জেন ক্যাম্পিয়ন,
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী আরিয়ানা ডিবোস, ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা ট্রয় খটসর, ছবি ‘কোডা’
Will Smith’s acceptance speech as he wins his first ever #Oscar pic.twitter.com/qKVTOb7V6Q
— DiscussingFilm (@DiscussingFilm) March 28, 2022
বেস্ট সিনেমাটোগ্রাফি ‘ডুন’-এর জন্য গ্রেগ ফ্রাসার
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘এনকান্টো’
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ‘ড্রাইভ মাই কার’
সেরা তথ্যচিত্র ‘সামার অব সোল’
বেস্ট সাউন্ড ‘ডুন’
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’
From #Sundance to best picture, the team behind #CODA opens up on the film’s path to #Oscar glory. https://t.co/N2VdKSOH2N pic.twitter.com/6fGndcDYst
— Variety (@Variety) March 28, 2022
বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম ‘দ্য উইন্ডশিল্ড উইপার’
বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘দ্য লং গুডবাই’
বেস্ট অরিজিনাল স্কোর ‘ডুন’-এর জন্য হ্যানঝ জিমার
বেস্ট ফিল্ম এডিটিং ‘ডুন’-এর জন্য জো ওয়াকার
বেস্ট প্রোডাকশন ডিজাইন ‘ডুন’
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য আইজ অব টেমি ফে’
কস্টিউম ডিজাইন জেনি বেভান, ছবি ‘ক্রুয়েলা’
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ‘ডুন’
From sparkle and sequins to red dresses, the stars dressed to impress at this year's #Oscars. https://t.co/NVyRhYtiO8 pic.twitter.com/dMSAw33foU
— ABC News (@ABC) March 28, 2022
Leave A Comment