রেহানা মরিয়ম নূর দিয়ে চমকে দিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তারপর করলেন রবীন্দ্রনাথ কখনো এখানে খেতে আসেনি। হাতে আছে বলিউড ছবি খুফিয়া। এর মধ্যেই জানালেন চরকির নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। সেখানে বাঁধন ড্রাগ ডিলার।
প্রকাশিত হলো তার নতুন ওয়েব সিরিজ ‘গুটি’র লুক। যেখানে বাঁধনকে দেখা যাবে নতুন এক ভূমিকায়-ড্রাগ ডিলারের চরিত্রে। চরকির জন্য এই সিরিজটি নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। যার প্রধান চরিত্র সুলতানা হচ্ছেন আজমেরী হক বাঁধন।
বাংলাদেশী ওটিটিতে বাঁধনের এটা প্রথম কাজ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,
‘আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এটা। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমি খুব খুশি আর কৃতজ্ঞ যে দেশের প্রজেক্টেও নারীপ্রধান চরিত্রের কাজ হচ্ছে।’
View this post on Instagram
চরিত্র সম্পর্কে জানা গেল। কিন্তু সিরিজের গল্প কী? বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সাথে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। আমি এই চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’
আরও পড়ুন: বীরত্ব, লাইভ, স্পাইডারম্যান, হাওয়া, পরাণ দেখবেন যেখানে
বাঁধন আরও জানান, একদম প্রথম দিকে তার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম তিনিই করেছিলেন। শুটিংয়ে যাওয়ার আগে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
View this post on Instagram
কীভাবে পুরো দলকে নিয়ে প্রস্তুত হচ্ছেন পরিচালক? শঙ্খ দাসগুপ্ত বলেন,
‘শুটিংয়ের জন্য খুব উন্মুখ হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের স্ক্রিপ্টের ৭ নম্বর ড্রাফট হয়েছে। এখন কাস্টিং নিয়ে প্রতিদিন রিডিং রিহার্সাল হচ্ছে।’
তিনি আরও জানান, চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।
আরও পড়ুন:
Leave A Comment