ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আতিয়া শেঠির প্রেম নিয়ে গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমে তাদের বিয়ের গুজব নিয়ে নানা প্রতিবেদন তৈরি হয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলেছেন না কেউই। জানা গেছে, চলতি বছর ডিসেম্বর মাসে আথিয়া ও রাহুল বিয়ে করতে যাচ্ছেন।
১. বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আথিয়া ও রাহুল বান্দ্রায় একটি আন্ডার কন্সট্রাকশন বিল্ডিংয়ের পুরো একটি তলা বুকিং দিয়েছেন।
View this post on Instagram
২. আথিয়া স্বীকার করেছেন, এটি সত্য। তিনি নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। কিন্তু এটি তিনি করছেন তাঁর বাবা সুনীল শেঠি, মা মানা শেঠি ও ভাই আহান শেঠির সঙ্গে।
View this post on Instagram
৩. ‘আমি কারও সঙ্গেই সেখানে যাচ্ছি না। কিন্তু আমার বাবা-মা! আমার পরিবার এবং আমি এই নতুন বাড়িতে থাকব।’ আথিয়ার বক্তব্য। এই পরিবারে বর্তমানে দক্ষিণ মুম্বাইয়ে থাকেন।
View this post on Instagram
৪. কে এল রাহুলের সঙ্গে বিয়ে প্রসঙ্গে আথিয়া বলেন, ‘আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না। আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। মানুষকে ভাবতে দাও, তাঁরা যেভাবে ভাবতে চায়।’
View this post on Instagram
৫. যদিও তাঁর ভাই আহান জানিয়েছেন, সব গুজব। এমন কোনো অনুষ্ঠানের বিষয় নেই। যেখানে বিয়েরই কোনো প্রসঙ্গ নেই, সেখানে তারিখ আসবে কোথা থেকে?’
View this post on Instagram
৬. আথিয়া শেঠি ও কে এল রাহুল দীর্ঘদিন ধরে প্রেম করছেন।
View this post on Instagram
৭. আথিয়ার ভাই আহান শেঠির ছবি ‘তড়প’ এর উদ্বোধনী প্রদর্শনীতে গত বছর এই সম্পর্কের বিষয়ে অফিশিয়াল ঘোষণা দেন।
View this post on Instagram
৮. আথিয়া শেঠি শেষ ২০১৯ সালে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে ‘মতিচূর চকনাচূর’ ছবিতে অভিনয় করেন।
View this post on Instagram
৯. বর্তমানে দুটি ছবিতে কাজ করছেন আথিয়া শেঠি। শিগগির এই ছবির ঘোষণা আসবে।
View this post on Instagram
১০. আথিয়া শেঠি বলিউডের নামকরা অভিনেতা সুনীল শেঠির মেয়ে।
View this post on Instagram
Leave A Comment