ইরানি ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। এই ছবির পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তিনি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন-দ্য ডে’ ছবির পরিচালক।
বাংলাদেশি গণমাধ্যম বাংলা ট্রিবিউন এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই পরিচালক ঢাকাতে আছেন। করছেন ছবির শুটিং।
জানা গেছে, জমজমসহ আরও চার জন ইরানি কলা-কুশলী গত মার্চ মাস থেকে বাংলাদেশে আছেন। শুটিংয়ের আগে ঢাকার বিভিন্ন স্থান তাঁরা দেখে নিয়েছেন।
View this post on Instagram
আর এই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির নাম ‘ফেরেশতে’।
যদিও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ছবির নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ তারা বাংলাদেশে শুটিংয়ের অনুমতি পায়।
অতাশ জমজমের সঙ্গে এসেছেন বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তার দল এর মধ্যেই রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকায় গিয়েছেন। শুরু করেছেন ছবির শুটিংও।
View this post on Instagram
সেই শুটিংয়ের একটি ছবিতে দেখা যায় একটি রিকশায় জয়া ও শিমু। জয়ার কোলে একটি বাচ্চাও আছে।
জানা গেছে, চলতি সপ্তাহে শুটিং চলছে সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেস এলাকায়। প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি দল। বেশিরভাগই হবে দিনের বেলায়।
আরও পড়ুন:
- পূজার নাক ফোঁড়ানোর রহস্য কী
- ক্রিসকে স্মিথের চড়: শাস্তির আওতায় যা থাকছে
- বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন
ছবিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান আরেক সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাককে বলেন,
‘গল্পটা ভাল লাগলো বলেই কাজ করলাম। প্রত্যেক গুণী নির্মাতার সাথে কাজ করলেই আলাদা আলাদা অভিজ্ঞতা তৈরি হয়। একজন অভিনেত্রী হিসেবে যা সবচেয়ে জরুরি।’
সম্প্রতি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এ ছাড়া তিনি কলকাতার ‘কালান্তর’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতেও কাজ করছেন তিনি।
View this post on Instagram
Leave A Comment