এমন সঞ্জয় দত্তকে দেখলে চেনা দায়। ভেঙে পড়েছে শরীর। কোথায় সেই তাগড়া ভাব। একদম ভেঙে পড়েছে এই বলিউড নায়কের শরীর! ক্যান্সারে আক্রান্ত সঞ্জুবাবাকে দেখে মন খারাপ ভক্তদের।
একটা সময় ছিল নিজের গ্ল্যামার জাদু দিয়ে চোখ ঝলসে দিতেন। রূপালি পর্দায় চেহারা হোক কিংবা বাজখাই গলা। সঞ্জয় দত্ত রূপালি পর্দায় এসেছেন একেবারে অ্যাকশন সাজে। একের পর এক ছবিতে ভক্তদের বিনোদনের ক্ষুধা ঘুচিয়েছেন নিজের মতো করে। বলিউডে তৈরি করেছেন নিজের ভক্তকূল। নিজের পরিচিতি। কিন্তু রোগ তাঁকে এমনই কাবু করে ফেলেছে যে, তাঁকে চেনাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
শারীরিক অসুস্থতার জন্যই শুটিং থেকে বিরতি নিয়েছেন। এখন থাকতে হবে বিশ্রামে। শরীর আর কুলোচ্ছে না। কয়েকমাস আগেই ফুসফুসে ক্যানসার ধরা পড়ে তাঁর। তারপরেই তিনি ঘোষণা করেন আপাতত সমস্ত শুটিংয়ের কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন। মাঝে কোকিলাবেন হাসপাতাল ছাড়া আর বিশেষ কোনো জায়গায় দেখা যায়নি সঞ্জু বাবাকে। বলিউড পর পর হারিয়েছে বেশ কয়েকজন তারকাকে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পুরো বলিউড হয়ে পড়েছ নাস্তানাবুদ। বলিউডের ওপর দিয়ে একটা ঝড় চলে গেছে। এখন এই নায়কের এমন অবস্থা দেখে সত্যিই মন খারাপ বলিউড ভক্তদের।
স্ত্রী মান্যতার সঙ্গে সঞ্জয় দত্ত। ছবি: ইনস্টাগ্রাম
Leave A Comment