হলিউড কিংবা বলিউড, সব অভিনেতাদেরই চোখ ওটিটির দিকে। বিনোদন দুনিয়া যে দ্রুত পাল্টে যাচ্ছে, তা চোখ এড়ায়নি বলিউড বাদশা শাহরুখ খানের। সবাই ওটিটিতে অভিনয়ের ঘোষণা দিলেও, শাহরুখ আস্ত একটা ওটিটি আনার ঘোষণা দিয়ে দিলেন।
টুইটারে ‘এসআরকে প্লাস’ নামে একটি লোগো পোস্ট করে শাহরুখ এই ঘোষণা দিলেন। টুইটারে তাঁর ওটিটি প্ল্যাটফর্মের লোগো দিয়ে শাহরুখ লিখেছেন, ‘শিগগিরই আসছে।’ পাশাপাশি ক্যাপশনে তাঁর অভিনীত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অনুকরণে টুইটারে লিখলেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে…।’
কে না জানে, অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকেও নজর ভালো শাহরুখ খানের। তৈরি করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলি এন্টারটেইনমেন্টস’। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’ এর মালিক তিনি। এবার সেই তালিকাতেই যোগ হলো ওটিটি প্ল্যাটফর্ম ‘এসআরকে প্লাস’।
Kuch kuch hone wala hai, OTT ki duniya mein. pic.twitter.com/VpNmkGUUzM
— Shah Rukh Khan (@iamsrk) March 15, 2022
কিছুদিন আগেও ছেলে আরিয়ান খানের মাদককাণ্ড নিয়ে বেশ ব্যস্ততা যায় কি খানের। এই সমস্যা সমাধান হতেই নেমে পড়েছেন কাজে। আসছে তাঁর বড় ক্যানভাসের বেশ কয়েকটি ছবি। ‘পাঠান’-এর টিজার প্রকাশিত হওয়ার পরেই কিংখানের ফেরা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।
সম্প্রতি স্পেনে সেই ছবির শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ। ছবি মুক্তির এখনো কোনো ঘোষণা নেই। তার আগেই জানালেন নিজের ওটিটি প্ল্যাটফর্মের খবর।
ওদিকে শাহরুখ খানের এমন সুখবর দেওয়ার পরে উচ্ছ্বসিত বলিউড তারকারা। মন্তব্যগুলো দেখে বোঝা যায় তাঁরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এমন একটি ঘোষণার।
তাই বন্ধু শাহরুখের ঘোষণায় উচ্ছাস চেপে রাখতে পারনেনি সালমান খান। শাহরুখের টুইট রিটুইট করে লিখলেন, ‘আজকের পার্টি তাহলে তোমার কাছ শাহরুখ। নতুন এই অ্যাপ এসআরকে প্লাসের জন্য অভিনন্দন। ’
Aaj ki party teri taraf se @iamsrk. Congrats on your new OTT app, SRK+ https://t.co/MdrBzqpkyD
— Salman Khan (@BeingSalmanKhan) March 15, 2022
Leave A Comment