কান ফিরে পেলো তাঁর স্বাভাবিক চেহারা। করোনা মহামারির কারণে ২০২০ সালে উৎসব হয়নি। ২০২১ সাল বিধিনিষেধের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। আর করোনাকাল শেষে ফের ভূমধ্যসাগরের তীর জমে উঠল ঝলমলে উৎসবে।
এবার মাস্ক পরা বাধ্যতামূলক নয়। লাগছে না টিকা সনদ কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট।
করোনা মহামারি কাটিয়ে নামিদামি তারকা এবং চাকচিক্যের সমারোহ বইতে শুরু করেছে সাগরপাড়ের শহরে। ৩৫ হাজারের বেশি চলচ্চিত্রপ্রেমী ও ফিল্ম প্রফেশনালরা সমুদ্র তীরবর্তী শহরে সমবেত হচ্ছেন।
২০১৯ সালের পরে আবারও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে কানসৈকতে। চলুন ছবিতে দেখা যাক কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজন।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
Leave A Comment