অভিনেত্রী কাজল আগারওয়ালের অন্তঃসত্ত্বা হওয়ার খবর বেরোয় আগেই। বলিউডে কান পাতলেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের জানুয়ারিতে ইন্সটাগ্রামে ঘোষণা দেন মাতৃত্বের খবর নিয়ে। বিয়ের ঠিক এক বছর ২ মাসের মাথায় সামনে এল সুখবর। নতুন বছরে প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি গৌতম-কাজল।
View this post on Instagram
ইন্সটাগ্রামে সুন্দরী বউয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে গৌতম লিখেছেলেন, ‘আমরা তোমার দিকে তাকিয়ে আছি ২০২২’। এর সঙ্গে এক অন্তঃসত্ত্বা নারীর ইমোজি জুড়ে দেন গৌতম। সরাসরি নয় বরং একটু সাসপেন্স রেখে কাজলের প্রেগন্যান্সি নিউজ ফাঁস করেছিলেন গৌতম।
View this post on Instagram
ছবিতে হলুদ রঙা পোশাকে কোনও রেস্তোরাঁয় বসে থাকতে দেখা গেল কাজল আগারওয়ালকে। চোখে-মুখে তাঁর মাতৃত্বের আভা।
View this post on Instagram
ইন্সটাগ্রামে নিজেদের এই সুখবরের নিউজ দিয়ে গেছেন বারবারই। সবুজ রঙা থাই স্লিট গাউনের ছবি পোস্ট করেছিলেন কাজল আগারওয়াল। সেখানে নীল রঙা শার্ট পরা ছিলেন গৌতম। স্ত্রীর বেবি বাম্পের উপর হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন দুজন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি চোখ বন্ধ করি পুরোনো সব কিছু ভুলতে, আমি চোখ খুলি নতুন শুরুর দিকে! নতুন বছর সবার ভালো কাটুক, ২০২১-এর প্রতি কৃতজ্ঞ, ২০২২-এ পা রাখছি একরাশ জ্ঞান, সহানুভূতি এবং ভালোবাসা আমাদের মনে নিয়ে।’
View this post on Instagram
২০২০ সালের অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে বিয়ে হয় বলিউড ও দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালের। মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিল এই জুটির বিয়ের জমকালো আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা।
View this post on Instagram
বিয়ের পরে ‘উমা’ ছবির শুটিং করেন কাজল। এরপর অনেকগুলো ছবির কাজ থেকে সরে এলে তাঁর অন্তঃস্বত্ত্বা হওয়ার গুঞ্জন বাড়তে থাকে। এরপরে ধীরে ধীরে আসল খবর সামনে আসে। গুঞ্জন হয়ে ওঠে সত্য।
View this post on Instagram
তারপর থেকেই ইন্সটাগ্রামের পোস্টে ধরা পড়ে কাজল আগারওয়ালে মাতৃত্ব উদ্যাপনের বিষয়টি। ধীরে ধীরে কাজল ও গৌতম দুজনেই একটা অন্য জগতের অভিজ্ঞতা পেতে শুরু করেন।
View this post on Instagram
সম্প্রতি দেখা গেল, পানিতে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছেন। ক্যামেরার বিপরীত দিকে মুখ। ক্যাপশনে লিখেছেন, ওয়াটারবেবি ফরএভার।
View this post on Instagram
বেবিবাম্পের ফটোশুটেও দেখা গেছে কাজল আগারওয়ালকে। সেই ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গেও।
View this post on Instagram
এই ছবি বলে দেয়, সন্তানের জন্য উন্মুখ হয়ে আছেন কাজল আগারওয়াল। মুখে অনাবিল হাসি। পেটে বাড়ছে অনাগত সন্তান। কোলে সন্তানরূপী পোষ্য।
View this post on Instagram
Leave A Comment