সম্প্রতি ইন্সটাগ্রাম, ফেসবুকে নতুন নতুন সিরিজ ফটোশুটের ছবি দিয়েছেন ভারত ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে জনপ্রিয়তা তুঙ্গে এই অভিনেত্রীর।
জয়া আহসানের মন এখন ফুরফুরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে বোঝা যায়।
সম্প্রতি পুরস্কার প্রসঙ্গে বাংলাদেশী দৈনিক সমকালকে বলেছেন, কোনো স্বীকৃতির কথা মাথায় রেখে কাজ করি না। আমার কাছে মনে হয়, স্বীকৃতি বা পুরস্কার লড়াই করার মানসিকতা দুর্বল করে দেয়।
যে চরিত্র তিনি পর্দায় তুলে ধরছেন, তা দর্শকের হৃদয় স্পর্শ করতে পারবে কিনা- এটাই থাকে জয়া আহসানের ভাবনায়।
View this post on Instagram
অভিনয়ের মধ্য দিয়ে মানুষের মনে দাগ কেটে যাওয়া, তাদের সঙ্গে হৃদয়ের সংযোগ তৈরি করতে পারাই তাঁর কাছে বড় পুরস্কার।
View this post on Instagram
‘বিনি সুতোয়’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তৃতীয়বারের মতো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা’ পাওয়া প্রসঙ্গে এমন কথা বললেন জয়া আহসান।
View this post on Instagram
জনপ্রিয়তা ও স্বীকৃতির চেয়ে ভালো কাজই যে তাঁর কাছে মুখ্য, এর প্রমাণ বহুবার পাওয়া গেছে। সেরা অভিনেত্রী হিসেবে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
View this post on Instagram
জয়ার কথা, স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজের অনুপ্রেরণা বেড়ে যায়। কিন্তু ওই যে বললাম, কোনো পুরস্কারের কথা মাথায় রেখে কখনও অভিনয় করিনি।
View this post on Instagram
সম্প্রতি কলকাতায় ‘কালান্তরে’ নামে নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন জয়া আহসান। যেখানে তুলে ধরা হচ্ছে অরবিন্দ ঘোষ, বাঘা যতীনসহ অগ্নিযুগের বিপ্লবীদের সংগ্রামের গল্প।
View this post on Instagram
দৈনিক সমকালকে জয়া আহসান নিজের ব্যক্তিজীবন নিয়ে বলেন, ‘ব্যস্ত দিনের রুটিনে প্রিয় মানুষের সান্নিধ্য না পাওয়া- কখনও কখনও খারাপ লাগে। অনেক প্রাপ্তির পরও এক ধরনের শূন্যতা যে অনুভব করি না, তা নয়। বিয়ে, ঘর-সংসারের স্বপ্ন আমিও দেখি ’
View this post on Instagram
তবে তিনি যা-ই করেন না কেন, প্রতিটি ধাপে বুঝেশুনে পা ফেলতে চান জয়া আহসান।
View this post on Instagram
Leave A Comment