- ঝুলন গোস্বামীর বায়োপিক
- ঝুলনের চরিত্রে আনুশকা শর্মা
- ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’
- পরিচালক প্রসিত দে
চার বছর বিরতি। ফের রুপালি পর্দায় আসছেন আনুশকা শর্মা। দীর্ঘ বিরতির পরে ফিরছেন, তাই প্রস্তুতিও নিচ্ছেন জোরালো ভাবে। এবার ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে। মাঠেই তাই বল আর ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন আনুশকা।
আনুশকার এ প্রস্তুতি ‘চাকদা এক্সপ্রেস’-কে ঘিরে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং প্রতিভা ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। এই ছবি নিয়ে তাই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। ঝুলনের চরিত্রেই দেখা যাবে আনুশকাকে।
শোনা গেছে, দির রাত সব এক করে পরিশ্রম করে যাচ্ছেন বিরাট বধু। উদ্দেশ্য একটাই, ঝুলনের বোলিং অ্য়াকশন ও ব্যাটিংয়ের স্টাইল রপ্ত করা। চরিত্রের মধ্যে পুরোপুরি ঢোকার জন্য টানা চালিয়ে যাচ্ছেন অনুশীলন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই আনুশকার এই অনুশীলনের ঝলক দেখা যায়। একটি ভিডিওতে দেখা গেল, কীভাবে আনুশকা ঝুলনের বোলিং অ্যাকশন অনুশীলন করছেন। একই সঙ্গে ব্যাটিংয়ের প্র্যাকটিসও করছেন এই অভিনেত্রী।
It is a really special film because it is essentially a story of tremendous sacrifice. Chakda Xpress is inspired by the life and times of former Indian captain Jhulan Goswami and it will be an eye-opener into the world of women’s cricket. pic.twitter.com/eRCl6tLvEu
— Anushka Sharma (@AnushkaSharma) January 6, 2022
শোনা গেছে, ঝুলনের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন এই বলিউড অভিনেত্রী। কোভিড ও লকডাউনের কারণে বার বার থেমে গিয়েছিল ছবির কাজ। বেশ আগে শুটিং শুরুর কথা থাকলেও বার বার থমকে যেতে হয়েছে। শেষমেষ এ বছর পুরোদমে শুরু হয়েছে ছবির কাজ। আর এ কারণেই কঠিন পরিশ্রম করছেন আনুশকা।
আরও পড়ুন: নন্দিনী হয়ে ফিরছেন ঐশ্বরিয়া
ছবির টিজারও প্রকাশিত হয়েছে। কিন্তু বাকি আছে আরও অনেক কাজ। তার জন্যই আনুশকার বিশ্রাম নেই। খেটে চলেছেন।
‘চাকদা এক্সপ্রেস’ পরিচালনা করছেন প্রসিত দে। কাহিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Leave A Comment