গরম এসে নিশ্বাঃস ফেলছে ঘাড়ে। এই সময়ে কাজের ফাঁকে সমুদ্র তটে ঘুরে বেড়ানো কিংবা সুইমিংপুলে একটু শীতল পরশ নিতে ছোটেন দক্ষিণ ভারতীয় তারকারা। চলুন তাদের ইন্সটাগ্রাম থেকে ঘুরে এসে দেখে নেওয়া যাক গরমের সময় কী করেন তাঁরা।
তেলেগু অভিনেত্রী অভিকা গোরের ছুটি কাটানোর প্রিয় স্থান মালদ্বীপ।
View this post on Instagram
গরমে সমুদ্রই প্রিয় হানসিকা মোটওয়ানির।
View this post on Instagram
সমুদ্রে যাওয়ার সময় নেই? তাতে কী, সুইমিং পুলেই নেওয়া যাক শীতল পরশ। কাজল আগারওয়ালের খুশি তাই বাঁধনহারা।
View this post on Instagram
পূজা হেগড়ের চাই একটু শীতল বাতাস ও টলটলে সাগরের পানি।
View this post on Instagram
নীল পানির খোঁজে দেশ পেরোতে হলেও রাজি রাশি খান্না।
View this post on Instagram
যদি পানির ঢেউয়ের সঙ্গে বাতাস এসে গায়ে না লাগে তাহলে কীসের শীতল পরশ। এমন ভাবনা কি রাকুল প্রীত সিংয়ের?
View this post on Instagram
জলকেলি আর শীতল পরশ দুটো একসঙ্গে পেলে আনন্দের বাধ মানে না সামান্থা রুথ প্রভুর।
View this post on Instagram
সমুদ্রতটে শীতল পরশকে অনুভব করতে হয়। তামান্না ভাটিয়া কি সেটাই ভাবছেন?
View this post on Instagram
Leave A Comment