পাকিস্তানের পুরুষতান্ত্রিক একটি পরিবারের একজন ছোট ছেলে। বাবা মা চান তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সংসার করবেন। তাঁর স্ত্রীর কোল জুড়ে আসবে একটা ফুটফুটে সন্তান। কিন্তু তিনি যুক্ত হয়ে যান একটি ইরোটিক ডান্স থিয়েটারের সঙ্গে। এবং দলটির পরিচালক একজন ট্রান্সজেন্ডার নারীর প্রেমে পড়েন।

এমন গল্প নিয়ে ছবি ‘জয়ল্যান্ড’। ছবিতে ফুটে উঠেছে একজন মারাত্মক ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর জীবন। এই ছবিই এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পাকিস্তানকে এনে দিয়েছে সম্মাননা। ৭৫তম এই আসরে ‘জুরি প্রাইজ’ ঘুরে তুলেছে সাইম সাদিক পরিচালিত এই ছবি।

গত ২৭মে শুক্রবার রাতে কান চলচ্চিত্র উৎসব-২০২২ এর আঁ সার্তে রিগার পুরস্কার ঘোষণা করা হয়। এখানেই পুরস্কার পেয়েছে ছবিটি। এই ছবির মধ্য দিয়ে পাকিস্তান কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করল এবং পুরস্কারও ঘরে তুলল। সাধারণত নিরীক্ষাধর্মী এবং পরিচালকদের প্রথম ও দ্বিতীয় ছবি এই বিভাগে অংশগ্রহণ করে থাকে। এর আগে গত বছর বাংলাদেশ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ অংশগ্রহণ করেছিল।

জয়ল্যান্ড নিয়ে আঁ সার্তে রিগার প্রধান বিচারক ফরাসি পরিচালক ক্যাথেরিনা করসিনি বলেন, ‘এটা খুবই শক্তিশালী সিনেমা। আমরা যাদের জন্য লড়াই করি, এই ছবি তাদের কথাই বলে।’

জয়ল্যান্ড-এর সঙ্গে এবার শক্তিশালী সব অংশগ্রহণকারী ছিল।

বেলজিয়ান পরিচালক লুকাস দোন্তের ‘ক্লোজ’ এবং কিরিল স্রিব্রিনিকভের চাইকোভস্কিস ওয়াইফ এর কথা বলা যায়।

জয়ল্যান্ড প্রদর্শনীর দিন দাঁড়িয়ে অভিবাদন করেন দর্শকেরা। কানে এই অভিবাদন বেশ সম্মানের। ছবিটিতে অভিনয় করেছেন সারওয়াত গিলানি, সানিয়া সাঈদ, আলি জুনেজো, আলিনা খান ও রাস্তি ফারুক। ‘আমার মনে হয়েছে, পাকিস্তানে একজন শিল্পীর সংগ্রাম, যার মুখোমুখি হয় প্রত্যেকটা মানুষ, সেটা খুবই মূল্যবান।’

 

View this post on Instagram

 

A post shared by Saim Sadiq (@saim.sadiq)

তিনি আরও বলেন, এটা শুধু একটি ভালোবাসার গল্প নয়, বাস্তব সময়ের গল্প, বাস্তব জীবনের বিষয়, যা আমরা সবাই অতিক্রম করি। একজন নারী, একজন ট্রান্স হয়ে সমাজের সেই সেক্টরের প্রতিনিধিত্ব করে। আমি মনে করি, এটা খুবই ভালো পদক্ষেপ নির্মাণে, যেখানে আমরা বলতে পারি যে, আমরা প্রগতিশীল গল্প লিখতে পারি।

আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার তালিকা –
আঁ সার্তে রিগা প্রাইজ: দ্য ওরস্ট ওয়ানস, লিস অকোকো ও রোমান গুয়েরেত
জুরি প্রাইজ: জয়ল্যান্ড, সাইম সাদিক
বেস্ট ডিরেক্টর প্রাইজ: আলেক্সান্দ্রো বেলগাড়ে, মেট্রোনোম
বেস্ট পারফরম্যান্স প্রাইজ (যৌথ): ভিকি ক্রিপস ও অ্যাডাম বেসা
বেস্ট স্ক্রিনপ্লে প্রাইজ: মেডিটেরিয়ান ফিভার, মাহা হাজ
ক্যু দ্য কঘ প্রাইজ: রোদেও, লোলা কিভোঘো

এ ছাড়া পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র শিক্ষার্থীদের শাখা সিনেফঁদাসোতে। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের বুনুয়েল থিয়েটারে ২৫তম সিনেফঁদাসো বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে শিক্ষার্থী-নির্মাতাদের শাখা সিনেফঁদাসোতে পুরস্কৃত হলো ইউক্রেনীয় তরুণী মাশা নোভিকাভার ‘গ্লোরিয়াস রেভোল্যুশন’। ২০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য ছবিটি পেয়েছে তৃতীয় পুরস্কার। তিনি যুক্তরাজ্যের লন্ডন ফিল্ম স্কুলের শিক্ষার্থী।

‘গ্লোরিয়াস রেভোল্যুশন’ ছবির গল্পে দেখা যায়, ২০১৪ সালে ইউক্রেনীয় বিপ্লবের উত্তাল সময়ে একজন মা সন্তানকে হারান। ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে বিক্ষোভের সময় নিহত হয় ছেলেটি। সন্তানকে বীর হিসেবে সমাধি দিতে মায়ের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতিগ্রস্ত আমলাতান্ত্রিক ব্যবস্থা। তখন ইউক্রেন সম্পর্কে এই নারীর দৃষ্টিভঙ্গি পরীক্ষার মুখে পড়ে।

যৌথভাবে তৃতীয় হয়েছে ফ্রান্সের লা সিনেফ্যাব্রিকের শিক্ষার্থী লরেন ফেরনান্দেজ পরিচালিত ‘হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার’। ৪ মিনিটের ছবিটি পাপেট চরিত্র নিয়ে সাজানো হয়েছে।

মাশা নোভিকাভা ও লরেন ফেরনান্দেজ ভাগাভাগি করেছেন পুরস্কারের ৭ হাজার ৫০০ ইউরো (৭ লাখ ১০ হাজার টাকা)।

প্রথম পুরস্কার জিতেছে ইতালির তরুণ ভালেরিও ফেরারা পরিচালিত ‘অ্যা কন্সপিরেসি ম্যান’। তিনি সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটোগ্রাফিয়ার শিক্ষার্থী। তার ছবির দৈর্ঘ্য ১৯ মিনিট। তাকে দেওয়া হয়েছে ১৫ হাজার ইউরো (১৪ লাখ ১৫ হাজার টাকা)।

‘অ্যা কন্সপিরেসি ম্যান’ ছবির গল্পে দেখা যায়, রোমের একটি নিম্নবিত্ত এলাকার বাসিন্দা একজন নাপিত ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। কর্মক্ষেত্রের মতো পরিবারেও তিনি হাসির পাত্র। পুলিশের হাতে গ্রেফতার না হওয়া পর্যন্ত কেউ তাকে গুরুত্ব দেয় না।

দ্বিতীয় পুরস্কার পেয়েছে চীনা তরুণ লি জিয়াহে পরিচালিত ‘সামহোয়্যার’। এর ব্যাপ্তি ২৩ মিনিট। তিনি হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থী। তার হাতে এসেছে ১১ হাজার ২৫০ ইউরো (১০ লাখ ৬৫ হাজার টাকা)।

‘সামহোয়্যার’ ছবির গল্পে দেখা যায়, টেকো মাথার একজন অপরাধী জেল থেকে ছাড়া পাওয়া উপলক্ষে বিয়ার পার্টির আয়োজন করে।

(বাঁ থেকে) লি জিয়াহে, লরেন ফেরনান্দেজ ও ভালেরিও ফেরারা(বাঁ থেকে) লি জিয়াহে, লরেন ফেরনান্দেজ ও ভালেরিও ফেরারা
সিনেফঁদাসোর এবারের আসরে জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন দেশের ৩৭৮টি ফিল্ম স্কুলের ১ হাজার ৫২৮টি ছবি। এর মধ্য থেকে নির্বাচিত হয় ১৬টি ছবি।

এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সিনেফঁদাসো শাখার বিচারকদের প্রধান ছিলেন মিসরের পরিচালক ইউসরি নাসারাল্লাহ। তার নেতৃত্বে কাজ করেছেন কানাডিয়ান অভিনেত্রী মনিয়া শকরি, লাউরা বান্দেল, ফরাসি অভিনেতা ফেলিক্স মোয়াতি, সাংবাদিক জ্যঁ-ক্লদ রাসিয়াজা।

বৃহস্পতিবার পুরস্কার বিতরণের পর বুনুয়েল থিয়েটারে দেখানো হয় বিজয়ী ছবিগুলো। আয়োজকরা জানান, আগামী ৩১ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট) ফ্রান্সের রাজধানী প্যারিসে সিনেমা দ্যু পান্তিওনে আবারও এসব ছবির প্রদর্শনী হবে।