ট্রাফিক আইন ভেঙে ফেঁসে গেলেন পুষ্পাখ্যাত আল্লু অর্জুন। এর জন্য শাস্তিও পেতে হয়েছে তাঁকে। দক্ষিণ এই সুপারস্টারকে জরিমানা গুনতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন খবর জানিয়েছে। রূপালি পর্দায় নায়োকচিত ব্যাপার থাকলেও বাস্তবে সাধারণ মানুষের মতোই আইন মানতে হবে।
আল্লুর বেলায়ও তাই ঘটল। সাধারণ মানুষ হোক কিংবা জনপ্রিয় তারকা, আইন সকলের জন্যই সমান।
তেমনই চিত্র ধরা পড়ল হায়দরাবাদে।
কী করেছেন আল্লু অর্জুন? হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুন যে গাড়িতে করে যাচ্ছিলেন তার কাচ কালো। কিন্তু ২০১২ সালে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেউ গাড়িতে কালো কাচ ব্যবহার করতে পারবে না।
View this post on Instagram
আল্লুর গাড়িতে কালো কাচ থাকায় তিনি নিয়মভঙ্গ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় দক্ষিণী অভিনেতার গাড়ি।
জানা গিয়েছে, তাঁকে ৭০০ রুপি জরিমানা করা হয়েছে।
আল্লুর সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ ঝড় তোলে বক্স অফিসে। শুধু দক্ষিণ ভারত নয়, সারা ভারতজুড়ে পুষ্পা ঝড় ওঠে।
View this post on Instagram
শুধু তাই নয়, এই ছবির জেরে অন্য ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমনকি হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ‘পুষ্পা’ও আয় করে ১০০ কোটির বেশি।
এই ছবির সংলাপও বেশ জনপ্রিয়তা পায়। দক্ষিণ ভারতীয় একটি স্কুলের এক শিক্ষার্থী তাঁর পরীক্ষার খাতায় এই ছবির সংলাপ লিখলে শিক্ষকেরা অবাক হয়েছিলেন।
View this post on Instagram
এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় ন্যাশনাল ক্রাশ রাশমিকা মন্দানা।
জানা গেছে, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং শুরু করে দিয়েছেন আল্লু অর্জুন। প্রথম পর্ব সুপারহিট হওয়ায় দ্বিতীয় পর্ব নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে ফাহাদ ফাজিলের অল্প দৃশ্য আছে। জানা গেছে, ‘পুষ্পা’ দ্বিতীয় পর্বে দুজনের লড়াই দেখা যাবে।
Leave A Comment