বাংলাদেশি চলচ্চিত্র তারকাদের জন্য সময়টা দারুণ যাচ্ছে। কেউ উপভোগ করছেন মাতৃত্ব তো কেউ ঘুরছেন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আবার কেউ নিজেকে একটু ছুটি দিয়ে ঘুরছেন সমুদ্র সৈকতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রামে সেসব উঠে আসছে। দেখে নিন এক ঝলকে।

১. আজমেরি হক বাঁধন আছেন ঝরঝরে মুডে। সম্প্রতি টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন ‘রেহানা’ ছবির জন্য।

 

View this post on Instagram

 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

২. মাতৃত্ব বেশ দারুণভাবে উপভোগ করছেন পরীমনি। ইন্সটাগ্রামের ছবি অন্তত তাই বলে।

 

View this post on Instagram

 

A post shared by Pori Moni (@pori.moni.902)


৩. পিতৃত্ব উপভোগ করছেন তরুণ তারকা সিয়াম আহমেদ

 

View this post on Instagram

 

A post shared by Siam Ahmed (@siam.ahmed)

৪. বিদ্যা সিনহা মিম বলছেন, চোখে চোখ রাখ, তারপর বল কী দেখছ।

 

View this post on Instagram

 

A post shared by Bidya Sinha Saha MiM (@bidya_mim)

৫. ইন্সটাগ্রামে শাড়ি পরে অভিজাতরুপে হাজির জান্নাতুল ফেরদৌস ঐশী

 

View this post on Instagram

 

A post shared by JF Oishee (@jf.oishee)