একটি বাচ্চা সব সময় তার নিজের মত করে থাকে। তার আশে পাশের জিনিস গুলি নিয়ে খেলতে থাকে। তার জীবনের প্রতিদিনের খেলনার সাথী আশে পাশের জিনিস গুলি।
দা বাক্স শর্ট ফ্লিম এ একটি বাচ্চা আপন মনে একটি বাক্স নিয়ে তার সুন্দর পৃথিবীতে খেলতে থাকে। কখনো সে বাক্স কে ঘর বানিয়ে আবার কখনো নৌকা বা কখনো অন্য কিছু তৈরি করে খেলতে থাকে।
কিন্তু পৃথিবীর প্রতিকূল পরিবেশের কারণে তার খেলনার জিনিস গুলো হয়ে যাই নিরাপদ আশ্রয়। আর তার জীবনের সব চেয়ে আপন নিরাপদ আশ্রয় ( বাবা , মা ,পরিবার ) গুলি সে হারিয়ে ফেলে।
এরপর শিশুটি সামনের দিকে এগোতে থাকে। কখনো যাই আশ্রয় শিবিরে ,কখনো যাই খোলা আকাশের নিচে। যেতে যেতে সে ভাবতে থাকে। এক সময় প্রচণ্ড ক্লান্ত হয় তখন চিন্থা করে তার মায়ের কথা, আর যখন বেশি ভারী সইতে পারে না তখন চিন্থা করে বাবার কথা। এই ভাবে সে চলতে থাকে। এক সময়ে সে খোলা দিগন্তের দিকে তাকিয়ে ভাবে দিগন্তের ওই পারে যেতে। যেখানে সে ভাবে তার জন্য সুন্দর পরিবেশ অপেক্ষা করছে।
এখন প্রশ্ন হলো আজকের দিনে এই শিশুর জন্য নিরাপদ কিছু করতে পারবে ?
কিন্তু বাস্তবতা হলো সিরিয়া , ইয়েমেন, ফিলিস্তিন , আফ্রিকা সহ আরো অনেক দেশে শিশুদের অবস্থা এর চেয়ে ভয়াবহ।
Leave A Comment