মা হওয়ার পরে যেন চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়েই নিয়েছেন ঐশ্বরিয়া রাই। ২০১৮ সালে শেষ ফ্যানে খান ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এরপরে আর কোনো ছবিতে দেখা যায়নি। বলিউডের কোনো গুঞ্জনেও নেই বচ্চন বধু। তিন বছর পরে ফের অভিনয় করতে যাচ্ছেন তিনি।
করোনা মহামারির ধাক্কা সামলাতে সামিল পুরো ভারত। হিন্দি ছবি থেকে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি- একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে আশার আলো দেখছেন হল মালিকেরাও। পুষ্পা কিংবা হালের গাঙ্গুবাঈ কাথিওয়ারির নাম বলা যায়।
আরও পড়ুন: যে কাহিনিতে চোখ ভিজে যায়
এ ছাড়া দীর্ঘ সময় পরে বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা। সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাইও। তিন বছর পরে বড়পর্দায় হাজির তিনি। তাঁর পরের ছবির ছবির লুক শেয়ার করতেই মুহূর্তের মধ্যে নেট মাধ্যমে সাড়া পড়ে গেছে।
Are you ready to witness the beginning of the golden era on the big screen? 👑⚔ #PonniyinSelvan
Shooting in progress 🎥#Kalki #ManiRatnam @LycaProductions @arrahman #RaviVarman @sreekar_prasad #ThottaTharani #Jeyamohan @ShamKaushal @ekalakhani @BrindhaGopal1 @bagapath pic.twitter.com/KNaQTX15Rb— Madras Talkies (@MadrasTalkies_) January 2, 2020
পরিচালক মণি রত্নমের ছবিতে ফিরছেন এই তারকা। এর আগে ‘গুরু’ ছবিতে অভিনয় করে মনি রত্নমকে গুরু হিসেবে নিয়েছিলেন ঐশ্বরিয়া। করেছেন তাঁর পরিচালনায় স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘রাবণ’ ছবিতে কাজ।
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। প্রথম অধ্যায় মুক্তি পাবে দুর্গাপুজায়। ছবিতে দক্ষিণের রানি নন্দিনীর ভূমিকায় দেখা যাবে রাই সুন্দরীকে। বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রামে ছবির ফার্স্টলুক শেয়ার করেন ঐশ্বর্য। ক্যাপশনে লিখেছেন, ‘স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।’
ছবির গল্প নবম শতকের। এক সময় দক্ষিণ ভারতে রাজত্ব করেছেন চোল রাজারা। সেই চোল সাম্রাজ্যের গল্প বলা হবে এই ছবিতে। ছবিতে ঐশ্বরিয়ার চরিত্রটি নেতিবাচক।
এ ছাড়া এই ছবিতে সেলভান চরিত্রে জয়ম রবি, ভান্ধিয়াথেভান চরিত্রে কারথি, কুন্ধভাই চরিত্রে তৃষা কৃষ্ণান, আদিত্য করিকালান চরিত্রে বিক্রমকে দেখা যাবে।
জানা গেছে, ভারতের পুদুচেরি, হায়দরাবাদ, মধ্যপ্রদেশের অর্চা ও থাইল্যান্ডে ছবির বিশাল অংশের শুটিং হবে।
Leave A Comment