৭৫তম কান চলচ্চিত্র উৎসবে পাম দর দিয়ে সম্মাননা জানানো হবে মার্কিন অভিনেতা ফরেস্ট হুইটেকারকে। ২০২১ সালে জোডি ফস্টারকে পাম দর সম্মাননা জানানো হয়েছিল।

উদ্বোধনী দিনেই তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। এর আগে আনিয়েস ভারদা, বারনারদো বের্তোলুচ্চিসহ অনেককেই পাম দর সম্মাননা জানানো হয়েছে।

এ ছাড়া ১৮মে হুইটেকার প্রযোজিত ‘ফর দ্য সেক অব পিস’ ছবিটি প্রদর্শনী করা হবে।

সম্মাননা নিয়ে বেশ রোমাঞ্চিত হুইটেকার। তিনি বলেন,

‘৩৪ বছর আগে কানে আমার উপস্থিতি আমার জীবনকেই বদলে দিয়েছিল। এবং এটা নিশ্চিত করেছিল যে, অভিনয়ের মাধ্যমে মানবতার সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত সঠিক ছিল। নিজের ছবি প্রদর্শনীর জন্য এবং সম্মাননা পেতে এই সুন্দর উৎসবে উপস্থিত হওয়ার ব্যাপারটি আমার জন্য নিঃসন্দেহে দারুণ সুযোগ। ৭৫তম পূর্তি উদ্যাপনের অংশ হতে পেরে আমি সম্মানিত।’

ফরেস্ট হুইটেকার অভিনয়ের লেজেন্ড। ১৯৮৮ সালে ‘বার্ড’ ছবিতে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন।

এ ছাড়া মার্টিন স্করসিসের ‘দ্য কালার অব মানি’, অলিভার স্টোনের ‘প্লাটুন’, ব্যারি লেভিনসনের ‘গুড মর্নিং, ভিয়েতনাম’ ছবিতে অভিনয় করেন।