মালয়ালম সিনেমা ‘চার্লি’র টেসাকে মনে আছে? বিয়ের হাত থেকে বাঁচতে পালিয়ে যায় বাড়ি থেকে। তার শখ কিছুদিন পাহাড় পর্বতে ঘুরে বেড়ানো। কিন্তু আকস্মিকভাবে সে খোঁজ পায় এক ভবঘুরে চার্লির। দুজনে এক অন্য জীবনের খোঁজে বের হয়। সেই ‘টেসা’ পার্বতী তিরুবতের জন্মদিন আজ। চলুন তাঁকে নিয়ে জানা যাক দশ তথ্য।
১. কেরালাতে জন্ম হয় পার্বতীর, ১৯৮৮ সালের এই দিনে।
View this post on Instagram
২. তিনি খুবই শিক্ষিত পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা একজন আইনজীবী আর মাও কর্মজীবী নারী।
View this post on Instagram
৩. স্কুলজীবন শেষ করে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন পার্বতী।
View this post on Instagram
৪. ২০০৬ সালে আউট অব সিলেবাস ছবি দিয়ে অভিনয়ের যাত্রা শুরু। তবে সেখানে তিনি খুবই ছোট চরিত্রে অভিনয় করেন।
View this post on Instagram
৫. ২০০৭ সালে কন্নড় ছবি মিলানাতে অঞ্জলি চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন।
View this post on Instagram
৬. কিন্তু পার্বতী ২০১৪ সালে ব্যাঙ্গালোর ডেজ দিয়ে আলোচনায় আসেন।
View this post on Instagram
৭. তবে তাঁর ‘চার্লি’ ও ‘টেক অফ’ ছবিতে টেসা ও সামিরা চরিত্র দুটো দর্শকের হৃদয়ে গেঁথে আছে।
View this post on Instagram
৮. যদিও পার্বতী তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ভিজে হিসেবে। সে সময় তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে জনপ্রিয় ভিজে।
View this post on Instagram
৯. পার্বতী তিরুবত একজন ভ্যাজিটিরিয়ান।
View this post on Instagram
১০. আইডিওলজি হিসেবে তিনি নিজেকে নারীবাদী হিসেবে দাবি করেন।
View this post on Instagram
Leave A Comment