দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তেলেগু তারকা আল্লু অর্জুন। সম্প্রতি তাঁর প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘পুষ্পা’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন। সঙ্গে ছিলেন রাশমিকা মন্দানা। আসছে ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পর্ব। তাঁকে বলা হয় দক্ষিণের স্টাইলিশ তারকা। আজ তাঁর জন্মদিন। এই দিনে জেনে নেওয়া যাক তাঁকে নিয়ে দশ তথ্য।
১. ১৯৮৩ সালের ৮ এপ্রিল জন্মেছিলেন আল্লু অর্জুন। তাঁর বাবা আল্লু অরবিন্দ একজন নামকরা প্রযোজক।
View this post on Instagram
২. ১৯৮৫ সালে ‘বিজেতা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন আল্লু। পরে ২০০১ সালে ‘ড্যাডি’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।
View this post on Instagram
৩. ২০০২ সালে ‘গঙ্গোত্রী’ ছবি দিয়ে নায়ক হিসেবে তাঁর অভিষেক হয়।
View this post on Instagram
৪. অভিনয়ের পাশাপাশি নাচে পারদর্শী আল্লু। ছোটবেলা থেকেই তিনি জিমন্যাস্টিকস অনুশীলন করতেন। তাই নাচের স্টেপে তিনি দুর্দান্তভাবে সাবলীল।
View this post on Instagram
৫. হায়দরাবাদের পাশাপাশি তিনি ব্যাপক জনপ্রিয় কেরালাতে। তাঁর ছবি মালয়ালম ভাষায় ডাবিং হয়। তাঁকে কেরালার ভক্তরা আদর করে ডাকেন ‘মাল্লু অর্জুন’ নামে।
View this post on Instagram
৬. কেরালাতে তাঁর ‘আরিয়া-২’ ছবিটি ১০০ দিন সিনেমা হলে চলেছিল। তিনিই একমাত্র তেলেগু অভিনেতা যার প্রত্যেকটি ছবি মালয়ালম ভাষায় ডাবিং হয়েছে।
View this post on Instagram
৭. তিনি ভালো আলোকচিত্রী এবং চারকোল আর্টিস্ট। শুধু তাই নয়, গানও করেন আল্লু। তাঁর অনেকগুলো ছবিতে তিনি গান গেয়েছেন।
View this post on Instagram
৮. আল্লুর পরিবার একটি তারকা পরিবার। আল্লুর ভাই আল্লু শিরিষ অভিনেতা। আল্লুর ফুপা চিরঞ্জীবী তেলেগু মেগাস্টার। চিরঞ্জীবীর ছেলে রামচরণ আরেক তেলেগু মেগাসুপারস্টার। বরুণ তেজ, পাবন কল্যাণ, নিহারিকা, সাই ধরম তেজ, পাঞ্জা বৈষ্ণব তেজ সবাই তেলেগু ইন্ডাস্ট্রির তারকা। সবাই আল্লুর সঙ্গে আত্মীয়তায় সম্পর্কিত।
View this post on Instagram
৯. আল্লু খুবই গাড়ি সংগ্রহ করতে ভালোবাসেন। তাঁর কাছে নামি সব ব্র্যান্ডের গাড়ি আছে। তিনি নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখতে সাত কোটি রুপিতে একটি ভ্যানিটি ভ্যানও কিনেছেন।
View this post on Instagram
১০. হায়দরাবাদে বেশ লাক্সারী জীবন যাপন করেন আল্লু অর্জুন। স্ত্রী স্নেহা রেড্ডি ও ছেলে আয়ান ও মেয়ে আরহাকে নিয়ে সেখানেই থাকেন আল্লু অর্জুন।
View this post on Instagram
আরও পড়ুন:
Leave A Comment