ঢালিউডের তরুণ অভিনেত্রী পূজা চেরী। পোড়ামন টু আর দহন দিয়ে ভালোবাসা কেড়েছেন সবার। আসছেন শাকিব খানের সঙ্গে ‘গলুই’ ছবিতে এই ঈদে। হাতে আছে চার চারটি ছবি। করছেন ওয়েব ফিল্ম। চলুন দেখে নেওয়া যাক পূজার এখনকার হালচাল।
সম্প্রতি নাক ফোঁড়ালেন নায়িকা পূজা চেরী। অনেকেই ভেবেছেন, এই বুঝি বিয়ের ফুলটা ফুটলো!
View this post on Instagram
কিন্তু সে ভাবনায় জল ঢেলে পূজা জানান, বিয়ে নয় নতুন ছবি ‘নাকফুল’-এর জন্য নাক ফোঁড়াতে হয়েছে তাঁকে।
View this post on Instagram
পূজা বলেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’
View this post on Instagram
তিনি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুটিং করছেন ‘নাকফুল’ নামে একটি ওয়েবফিল্মের। নাকফুল নিয়েই ছবির গল্প, তাই নাকটা সত্যি সত্যিই ফুঁড়িয়ে নিলেন।
View this post on Instagram
‘নাকফুল’-এর গল্প রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার। একটি চঞ্চল মেয়ের সঙ্গে একটি ছন্নছড়া ছেলের প্রেম। পূজার সঙ্গে আছেন রোশান।
View this post on Instagram
সম্প্রতি তাঁর ফেসবুক পেজের ফটোতে চারটি ছবির চার লুক দিয়ে ইমেজ দিয়েছেন। ‘গলুই’, ‘শান’, ‘হৃদিতা’, ‘সাইকো’ ছবিগুলোর লুক দেখা গেল সেখানে।
View this post on Instagram
একের পর এক ফটোশুটও করছেন এই নায়িকা। যার প্রমাণ মেলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে।
View this post on Instagram
ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে এটাই প্রথম ছবি। এবারের ঈদে মুক্তি পাবে। ভক্তরা অপেক্ষায়, শাকিব-পূজার রসায়ন দেখতে।
View this post on Instagram
এবারের ঈদে মুক্তি পেতে পারে ‘শান’ ছবিটিও। এই ছবিতে পূজার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
View this post on Instagram
ঈদটা যে পূজার জন্য বেশ দারুণ হবে তা বোঝা গেল ছবি মুক্তির তালিকা থেকেই। ঈদের বড় ক্যানভাসের দুটো ছবিতেই থাকছেন পূজা।
View this post on Instagram
Leave A Comment