- ছবিতে উঠে আসবে নব্বইয়ের দশকের কলকাতা।
- পুরোদস্তুর বানিজ্যিক ছবি হবে ‘চেঙ্গিজ’।
- কলকাতা শহরের নানা প্রান্ত জুড়ে চলবে ‘চেঙ্গিজ’-এর শ্যুটিং।
‘প্রেম-টেম’ সিনেমা যাদের দেখা তাদের রাজির মুখখানা ভোলার কথা না। মিষ্টি হাসি, কোকড়া চুলের দুরন্ত চরিত্রের সেই রাজি এবার জুটি বাঁধছেন টলিগঞ্জের সুপারস্টার জিতের সঙ্গে।
রাজি অর্থ্যাৎ সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধার খবর দিয়েছেন জিত নিজে। গত বুধবার অনুষ্ঠিত হয়েছে টলিউডের নতুন ছবি ‘চেঙ্গিস’ এর মহরত। এই চেঙ্গিস সিনেমাতেই জিতের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সুস্মিতাকে।
Next up… meet the ‘Chengiz’ gang 🤘…#RajeshGanguly @susmita_cjee @ShatafFigar @JeetzFilmworks @GRASSROOTENT @gopalmadnani @amitjumrani pic.twitter.com/OotcR7Cdty
— Jeet (@jeet30) March 30, 2022
টলিগঞ্জের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থার হাত ধরে অভিনয় সফর শুরু হয়েছিল সুস্মিতার। ‘চেঙ্গিজ’ পরিচালনার দায়িত্বে আছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
আসানসোলের কুলটির মেয়ে সুস্মিতা, ইতিমধ্যেই টলিপাড়ার পরিচিত নাম। মিমির সঙ্গে অরিন্দম শীলের ‘খেলা যখন’-এ কাজ করেছেন, সোহমের সঙ্গে ‘পাকা দেখা’ সেরে ফেলেছেন আর এবার জিতের হিরোইন।
সোশ্যাল মিডিয়ায় জিতের সঙ্গে ‘চেঙ্গিজ’-এর ক্ল্যাপস্টিক হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ছবির শুভ মহরতে গোলাপি সালোয়ার কামিজে দেখা যায় সুস্মিতাকে। অন্যদিকে নীল রঙা টি-শার্ট আর ঘন নীল ডেনিমে একদম ক্যাজুয়াল লুকে জিত।

জিত ও সুস্মিতা
ছবির বিষয় নিয়ে এখনই মুখ খুলতে রাজি না জিত। এই ছবি প্রযোজনার দায়িত্বেও রয়েছে জিতের প্রযোজনা সংস্থা। তবে জানা গেছে ছবিতে উঠে আসবে নব্বইয়ের দশকের কলকাতা। পুরোদস্তুর বানিজ্যিক ছবি হবে ‘চেঙ্গিজ’। ছক ভাঙা নয়, চেনা ছকেই দর্শকদের সামনে আসবেন জিত। মহরতের দিনই ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার সামনে এনেছেন জিত।
কলকাতার প্রেক্ষাপটে ছবি, তাই আগামী কয়েকদিনের মধ্যেই শহরের নানান প্রান্ত জুড়ে চলবে ‘চেঙ্গিজ’-এর শ্যুটিং।
Leave A Comment