‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ বক্স অফিসে সফল বলা যায়। মন্দা আর বয়কটের বাজারে বিশ্ব জুড়ে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত এই ছবি। আপাতত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি নিয়ে পরিকল্পনা চলছে। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে।
পরিচালক অয়ন মুখোপাধ্যায় ইতিমধ্যে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় কিস্তির পরিকল্পনা শুরু করে ফেলেছেন। জানা গেছে, ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি।
Missin the ☀️ pic.twitter.com/EgqwZ28Z0X
— Hrithik Roshan (@iHrithik) July 31, 2022
আরও পড়ুন: কোথায় দেখবেন ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’
কী বলছেন হৃতিক? একেবারে পরিষ্কার কিছু না বললেও জল্পনা জিইয়ে রাখলেন। হৃতিক বলেন,
‘কী ঘটছে? কিছুই তো ঘটছে না। ‘ফাইটার’-এর শুটিং শুরু হবে। যে ছবিগুলি নিয়ে কথা হচ্ছে হয়তো সেগুলোও হতে পারে।’
এদিকে এই ফ্রাঞ্চাইজির আরেক ছবি ‘বানরাস্ত্র’-তে শাহরুখ খানকে দেখা যেতে পারে। বলিউডের বাঘা বাঘা সব খেলোয়াড়দের জড়ো করছেন করণ এ বলাই যায়।
Come, feel the magic of love with #Rasiya! ❤️
Full song out now – https://t.co/IquhphVoSM#Brahmastra pic.twitter.com/z4tZM0EHhk— BRAHMĀSTRA (@BrahmastraFilm) September 24, 2022
‘ফাইটার’- ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুরও অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে। আপাতত ‘বিক্রম বেদা’র প্রচার নিয়ে ব্যস্ত হৃতিক। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই অ্যাকশন-থ্রিলারটি।
আরও পড়ুন: আজমেরী হক বাঁধন কেন ড্রাগ ডিলার
‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের পরিকল্পনা শুরু করে ফেলেছেন অয়ন মুখোপাধ্যায়। জানা গেছে ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি।
গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। পুরাণ ও ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী।
Feel the fire in you with #DevaDeva now! 🔥
Available in Tamil, Telugu, Kannada
Song out now – https://t.co/6D5WRUaikZ#Brahmastra pic.twitter.com/hSa6ZkbAmM— BRAHMĀSTRA (@BrahmastraFilm) August 8, 2022
তার প্রেমিকা ইশার ভূমিকায় আলিয়া অভিনয় করেছেন। তাঁদের সঙ্গেই অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় ও শাহরুখ খানের উপস্থিতি এই ছবিকে বক্স অফিসে করেছে সফল।
এ বার কি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়বে হৃতিকের নাম? সময় তা বলে দেবে।
On the other side of wilderness 🌊 🎵 pic.twitter.com/A4cNgJ96zC
— Mouni Roy Nambiar (@Roymouni) June 5, 2022
Leave A Comment