জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল ইতিহাসের সবচেয়ে ন্যাক্কার জনক ঘটনা। এই হত্যা কাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিলেন ভারতের পাঞ্জাবের বিপ্লবী উধম সিং। তাঁকে নিয়ে হচ্ছে সিনেমা। উধম সিং রূপে দেখা যাবে তরুণ অভিনেতা ভিকি কৌশলকে। সম্প্রতি বের হলো প্রথম ঝলক (ফার্স্টলুক।
এ বছর পালিত হবে জালিয়ানওয়ালা বাগ হত্য়াকাণ্ডের শতবর্ষ। সে উপলক্ষে বানানো হচ্ছে সিনেমাটি। পরিচালক সুজিত সরকার জানান, ছবি মুক্তি পাবে আগামী বছর। বছরের শুরুতেই কিছু শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হবে আবার এই বছরের অক্টোবর থেকে।
কয়েক দিন আগেই ভিকি ইনস্টাগ্রামে উধম সিংয়ের লুক শেয়ার করেন। ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে লুকটি দেখে। পরিচালক সুজিত সরকার কোনো রকম ছাড় দেন না কাজের ক্ষেত্রে। এই কাজটির ক্ষেত্রেও তাই। জানিয়েছেন, বেশ যত্ন করেই তৈরি হচ্ছে সিনেমাটি। আর যেহেতু ঐতিহাসিক চরিত্র নির্ভর তাই সাবধান থাকছেন আরও বেশি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ভিকি কৌশল অভিনীত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave A Comment