হিন্দি ভাষার নতুন একটি ছবিতে যুক্ত হচ্ছেন সিয়াম আহমেদ। এই ছবিতে তাঁর সঙ্গী বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফরি।
ছবির নাম ‘ইন দ্য রিং (স্টারি অব আ বোরকা বক্সার)’। পরিচালক যুক্তরাষ্ট্র ভিত্তিক ভারতীয় পরিচালক অলকা রঘুরাম। তিনি এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার’ নামে একটি প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন।
View this post on Instagram
ভারতের কলকাতার খিদিরপুরের মুসলিম নারী বক্সারদের কথা সবাই জানে। সেখানকারই শামা নামের একজন তরুণ বক্সারকে নিয়ে ছবির গল্প। শামা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে যাওয়ার সময় তাঁর এক খালাকে হত্যাকান্ডের অভিযোগে ফেঁসে যান।
এক মনস্তাত্ত্কি থ্রিলার হিসেবে তৈরি হবে ছবিটি। ছবিতে থাকবেন রাজিয়া শবনম। প্রথম ভারতীয় নারী বক্সার, যিনি আন্তর্জাতিক বক্সিং রেফরি ও কোচ হয়েছিলেন।
View this post on Instagram
সাংবাদটি প্রথম প্রকাশ করে মার্কিন চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ভ্যারাইটি। পরে সিয়াম আহমেদ বাংলাদেশী গণমাধ্যমের কাছে খবরের সত্যতা নিশ্চিত করেন।
এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে এনটিভি অনলাইনকে সিয়াম আহমেদ জানিয়েছেন, ‘চার মাস আগে আমি অডিশন দিয়েছিলাম; চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। আর কিছু বলার অনুমতি নেই।’
View this post on Instagram
সিনেমাটি সিঙ্গাপুর-ভিত্তিক দর্পণ গ্লোবাল এর শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঞ্জেলেসের রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।
২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
Leave A Comment