- লকডাউনে সালমান খান আছেন পানভেলের ফার্মহাউজে।
- সেখানে তাঁর বাড়িতেই আছেন বান্ধবী ইউলিয়া ভান্তুর।
- একটি লাইভ ভিডিওতে সালমান ঢুকে পড়ায় এই তথ্য ফাঁস হয়ে যায়।
সালমান ও ইউলিয়া কি একসঙ্গে? এ নিয়ে কল্পনা জল্পনার শেষ নেই। গণমাধ্যমেরও উতসাহ কম ছিল না। কিন্তু ভাইজান ও ইউলিয়া দুজনেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু ইউলিয়ার একটি লাইভ ভিডিওতেই বাধল বিপত্তি।
তত ক্ষণে কেল্লা ফতে। যা হওয়ার হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগামাধ্যমে সে ভিডিও ভাইরাল। সবাই বুঝতেই পারলেন সালমানের সঙ্গেই আছেন ইউলিয়া। চোরের দশদিন তো গৃহস্থের একদিনের মতোই ধরা খেলেন বলিউড ভাইজান সালমান। খান।

ইউলিয়া ভান্তুর। ছবি: ইনস্টাগ্রাম
তবে সালমান খানের ফার্মহাউজ এখন আত্মীয় সুহৃদে একেবারে রমরমা। আগে থেকেই আছেন রয়েছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। সল্লুর বোন অর্পিতা এবং তাঁর স্বামী আয়ুষও ছিলেন। ভাইজান ডেকে নিয়েছিলেন আর এক বোন আলভিরাকেও। স্বামী অতুলকে নিয়ে হাজির হয়েছিলেন তিনিও। ভাই সোহেল খানের ছেলে নির্বাণও বন্ধুবান্ধবদের নিয়ে মামার ফার্মহাউজে ছুটি কাটাতে গিয়েছিল। সব মিলিয়ে বিশ-বাইশ জনের টিম। লকডাউনেও যে পরিবার নিয়ে ফার্মহাউজে বেশ ভালই দিন কাটছে সালমনের তা বেশ বোঝা যাচ্ছে।
Leave A Comment