অস্কার পুরস্কার ২০২২-এ সম্মান জানানো হয়নি ভারতীয় কিংবদন্তিতূল্য শিল্পী লতা মঙ্গেশকর ও অভিনেতা দিলীপ কুমারকে। অস্কারের বিশেষ শাখা ‘ইন মেমরিয়াম’-এ প্রয়াত চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পীদের স্মৃতিচারণ করা হয়। অস্কার কর্তৃপক্ষের এ আচরণে টুইটারে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন ভারতীয়রা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘ইন মেমরিয়াম’-এ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু সোমবার সকালে হতাশ হয়েছেন ভারতীয় দর্শক।
চলতি বছর ৬ জানুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন ভারতীয় সংগীতের এই জাদুকরী কণ্ঠের অধিকারী শিল্পী। এই বছরই ৭৫তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটা (BAFTA)-তে বিশেষ সম্মান জানানো হয় সুরসম্রাজ্ঞীকে।
View this post on Instagram
কিন্তু চলতি বছর অস্কারে কী করে বাদ গেল এই দুই নাম? এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের কাছে।
গোটা বিশ্ব লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত। তাঁকে ‘নাইটেঙ্গেল’ হিসেবে কে না চেনে? পাশপাশি ভারতের চলচ্চিত্র ইতিহাসে দিলীপ কুমারের অবিস্মরণীয় অবদান মনে রাখলে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস সম্পূর্ণ হয় না।
তাই অনলাইনে বিশেষ করে টুইটারে এ প্রসঙ্গে নিন্দার ঝড় ও কড়া সমালোচনা চলছে।
I was actually expecting #LataMangeshkar to be mentioned in the #Oscars In Memoriam. But well…
— Jinal Bhatt (@Jinal1303) March 28, 2022
একজন টুইটার ব্যবহারকারীর প্রশ্ন, ‘কেন শ্রদ্ধাজ্ঞাপন করা হল না লতা মঙ্গেশকরকে?’
কেউ বলছেন, ‘কেন বিশ্ব রেকর্ড তৈরি করা এক গুণী শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আওতায় রাখা গেল না, কেন তাঁকে বাদ পড়তে হল তালিকা থেকে!’
#Oscars2022 #LataMangeshkar of #Bollywood fame – Nightingale of India – not even mentioned among the movie folks who passed away in the last year.
— Rema Deo (@Remadeo) March 28, 2022
কেউ লিখেছেন, ‘আমি আসলে আশা করছিলাম লতা মঙ্গেশকরের নাম অন্তত অস্কার ইন মেমোরিয়ামে উল্লেখ করা হবে। কিন্তু ভালো…’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টুইটারে ক্ষোভ ঝাড়ছেন ভক্তরা। যদিও ২০২১ সালে ইরফান খানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছিল। আর ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতের নাম মেনশন করেছিল অস্কার।
This is incredibly insensitive of #Oscars2022 management.
If the #Oscars are a celebration of #global and not #western or #Hollywood cinema, ignoring #DilipKumar n #LataMangeshkar is deplorable, unforgiveable. https://t.co/mmZe1UNiIn
— rajan mahan (@rajanmahan) March 28, 2022
আরও পড়ুন:
Leave A Comment