প্রথমবারে মতো বাবা–মেয়ে একই সিনেমায় অভিনয় করলেন। সিনেমার পর্দায়ও তাদের দেখা গেল বাবা মেয়েরূপেই। সিনেমাটি হলো—এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। সিনেমাটি চলচ্চিত্র সমালোচকদের কাছে ভালো প্রশংসা পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি শুরুতে। শেলি চোপড়া ধর পরিচালিত চলচ্চিত্রটি তিন কোটির কিছু বেশি রুপি এখন অব্দি আয় করেছে। মুক্তির দিনে ৩.৩০ কোটি টাকার আয় হয়েছে বলে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান।
টুইটারে এই চলচ্চিত্রের বক্স অফিস রিপোর্ট শেয়ার করে তরণ লেখেন, ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগার শুরুটা বেশ খারাপই করেছিল।এখন মনে হচ্ছে এটি ভালোই ব্যবসা করেছে। দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের ব্যবসার উপরেই সপ্তাহান্তে সম্মানজনক ব্যবসা হতে পারে… শুক্রবার ৩.৩০ কোটির ব্যবসা হয়েছে।’
টুইটারে এই চলচ্চিত্রের বক্স অফিস রিপোর্ট শেয়ার করে তরণ লেখেন, ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগার শুরুটা বেশ খারাপই করেছিল।এখন মনে হচ্ছে এটি ভালোই ব্যবসা করেছে। দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের ব্যবসার উপরেই সপ্তাহান্তে সম্মানজনক ব্যবসা হতে পারে… শুক্রবার ৩.৩০ কোটির ব্যবসা হয়েছে।’
তবে ছবিটি নিয়ে বেশিরভাগ সমালোচকই ভালো সমালোচনা লিখেছেন। এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা একটি অন্য রকমের প্রেমের গল্প। সিনেমাটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সোনম কাপুর এবং অনিল কাপুর। আছে রাজকুমার রাও ও জুহি চাওলাও। সূত্র: এনডিটিভি
Leave A Comment