চার বছর বিরতির পর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে আসছে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের তৃতীয় ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। আগামী ১৫ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাওয়ার কথা।
Watch the final trailer for Fantastic Beasts: The Secrets of Dumbledore and see it in theaters this FRIDAY. Get your tickets now: https://t.co/T0uUlpXAM7 #SecretsOfDumbledore pic.twitter.com/2DH3BlCECg
— Fantastic Beasts (@FantasticBeasts) April 11, 2022
ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের প্রথম কিস্তি মুক্তি পায় ২০১৬ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ নামে। দুই বছর পর ২০১৮ সালে মুক্তি পায় এর সিক্যুয়াল ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। প্রথম দুই কিস্তিই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যার ফলে দর্শকেরা মুখিয়ে ছিলেন তৃতীয় কিস্তির জন্য।
Check out the highlights from the magical World Premiere of #SecretsofDumbledore. ✨
Fantastic Beasts: The Secrets of Dumbledore only in theaters April 15. Get tickets NOW: https://t.co/T0uUlpXAM7 pic.twitter.com/6U6AtwuwQ2
— Fantastic Beasts (@FantasticBeasts) March 30, 2022
সিরিজের আগের দুটি ছবির পরিচালক ডেভিড ইয়েটস এ ছবিটিও পরিচালনা করেছেন। তৃতীয় কিস্তিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার প্রমুখ। আগের ছবিগুলোর মত তৃতীয় কিস্তিও দর্শকমহলে ভালো সাড়া পাবে বলে ধারণা করা হচ্ছে।
Leave A Comment