‘মন্টু পাইলট’ ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ। এর দ্বিতীয় মৌসুম আসছে। সেখানে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে।
আগেই জানানো হয়েছিল, মিথিলাকে নীলকুঠি যৌনপল্লীর একজন নারীর চরিত্রে দেখা যাবে। কিন্তু সেই চরিত্রটি কেমন? তারই পরিচয় প্রকাশিত হলো মঙ্গলবার।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই প্রকাশ করেছে অভিনেত্রীর কয়েকটি লুকের ছবি। সেখানেই দেখা গেল বহ্নিরূপী মিথিলাকে। ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন মুখ। নতুন পরিচয়। নীলকুঠির দরজায়।’ নিজের ইন্সটাগ্রামে সেগুলো শেয়ার করেছেনও মিথিলা।
View this post on Instagram
এই ফাঁকে বলে নেওয়া দরকার, নীলকুঠি হলো একটি যৌনপল্লী। যা এই সিরিজের গল্পের কেন্দ্রস্থল। ঘটনাক্রমে মিথিলা সেই যৌনপল্লীতে চলে যান। তারপর কী ঘটে, জানা যাবে সিরিজে।
‘মন্টু পাইলট’-এর এই চরিত্রে প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়। তাঁর স্থলাভিষিক্ত হলেন কি মিথিলা?
বাংলাদেশি পোর্টাল ঢাকা পোস্টের কাছে তিনি বলেন, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা–বিষয়টি মোটেই এরকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’
View this post on Instagram
সিরিজে মন্টু পাইলটের চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। শিগগিরই এটি মুক্তি পাবে হইচইয়ে। নির্মাণে দেবালয় ভট্টাচার্য।
মিথিলার সঙ্গে অভিনয় করা নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন সৌরভ দাস। শুটিং শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, ‘আমি অভিনেত্রী মিথিলার বড় ভক্ত। বাংলাদেশে অনেক কাজ করেছেন। ভালো অভিনেত্রী বিপরীতে থাকলে নিজের কাজটাও আপনাআপনি ভালো হয়ে যায়। ভালো অভিনয়ের ইচ্ছাও জাগে। আর সৃজিত মুখার্জির স্ত্রী আমার বিপরীতে অভিনয় করবেন, তার জৌলুসই আলাদা! তবে এখনো আমরা একে অন্যের মুখোমুখি হইনি! তাই একটু টেনশন হচ্ছে!’
View this post on Instagram
আরও পড়ুন:
Leave A Comment