দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ সিনেমাতে ভিন ডিজেলের সঙ্গে অভিনয় করেন। এরপর আর হলিউডের কোনো প্রকল্পে সই না করা নিয়ে দীপিকা বলেন, সব চলচ্চিত্রই আমার কাছে চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে ভারতীয় কিংবা আন্তার্জাতিক হিসেবে মূল্যায়ন করতে চাই না। বরং এটিকে একটি মাধ্যম হিসেবে দেখি, যেখানে আমি নিজেকে প্রকাশ করতে পারব।
এই বলিউড সুন্দরী আরও বলেন, সেই সুযোগটি যদি ভারতের বাইরের যেকোনো যায়গা থেকে আসে তবেও আমি খুশী। আমি সবসময় ছবির বিষয়বস্তুকে অগ্রাধিকার দিই। কনটেন্টই আমার কাছে সবকিছু। আমি জ্যান্ডার কেজ ছবিতে কাজ করেছিলাম। কারণ সেখানে আমার চরিত্রটি ছিল চূড়ান্তভাবে শক্তিশালী এবং দৃঢ়।
তিনি আরও বলেন যে হলিউডে এই মুহূর্তে তাঁর কাজ করার খুব একটা আগ্রহ নেই, তবে তিনি দুর্দান্ত কনটেন্টের খোঁজে আছেন। পেলেই যেখানেই হোক সেখানে কাজ করবেন।
ভারতে এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের বাস্তব জীবন অবলম্বনে ছপাক ছবির গল্প। পরিচালনায় ছিলেন মেঘনা গুলজার। জানা গেছে, ছপাক এর মতোই এখন ভালো ও আকর্ষণীয় গল্পের চিত্রনাট্য আছে দীপিকার হাতে।
সূত্র: বলিউড হাঙ্গামা
Leave A Comment