সিনে পর্দায় স্পেশাল ইফেক্টস (বিশেষ আবহ) কাকে বলে, পরিচালক ক্যামেরন তা দেখিয়ে দিয়েছিলেন অ্যাভাটার সিনেমায়। সেটা ২০০৯ সালের কথা। এবার আরও চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাভাটারের পরবর্তী পর্ব ‘অ্যাভাটার দা ওয়ে অব ওয়াটার’।

ভারতীয় গণমাধ্যমের খবর চলতি বছরের ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে সিকুয়েলটি। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার ও ট্রেলার।

সেই জেক, নেয়তিরি ও তাদের সংসার সিকুয়েলেও থাকছে। তবে ১৩ বছরে প্যান্ডোরায় এসেছে নতুন অনেক কিছু।

সিনেমাটি বহু ভাষায় মুক্তি পাওয়ার কথা। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন জানিয়েছেন, করোনার কারণে প্রায় সাড়ে চার মাস দ্বিতীয় পর্বের প্রোডাকশনের কাজ বন্ধ ছিল। অর্থাৎ, অনেকটা সময় নষ্ট হয়েছে। এখন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা হওয়ায় চাপ বেড়েছে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন ক্যামেরন।

২০০৯ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় অ্যাভাটার। বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনির ২ ঘণ্টা ৪০ মিনিটের এই চলচ্চিত্র আয় করে ২ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার।

মূল চরিত্রগুলোয় অভিনয় করেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর ও জিওভান্নি রিবিসি। জিতে নেয় অনেক অ্যাওয়ার্ড আর বক্স অফিসের শীর্ষস্থান। দ্বিতীয় পর্ব কেমন হয় দর্শকেরা এখন সেটা দেখার অপেক্ষায়।

আরও পড়ুনপাম দর সম্মাননায় ভূষিত হচ্ছেন ফরেস্ট হুইটেকার