মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে
টিভি নাটকে নিজের নামের পাশে জনিপ্রয় শব্দটি যোগ করেছেন মোশাররফ করিম। সিনেমাতেও নাম লিখিয়েছেন অনেক আগেই। তবে খুব একটা যুতসই করতে পারেননি এখনো। এবার পা বাড়িয়েছেন পাশের বাড়িতে। কলকাতার একটি ছবিতে দেখা যাবে তাঁকে। শিগগির শুরু হচ্ছে শুটিং।
বাংলাদেশের প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করেছে মোশাররফের কলকাতার সিনেমাতে অভিনয়ের বিষয়টি নিয়ে। সিনেমার নাম ডিকশনারি। আগামী ৭ মার্চ শুটিং শুরু করবেন তিনি। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই।
ভারতের পরিচালক ও নাট্যাভিনেতা ব্রাত্য বসু পরিচালনা করবেন ছবিটি। দীর্ঘ দশ বছর পর ফের এই ছবির মাধ্যমে পরিচালনায় হাত দিলেন ব্রাত্য।
ছবিতে আরও দেখা যাবে কলকাতার অভিনয়শিল্পী ও সাংসদ নুসরাত জাহানকে। ইতিমধ্যে নুসরাত শুটিংও শুরু করেছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে নুসরাত বলেন, আমার এই চিত্রনাট্যটি খুব ভালো লেগেছে সে কারণে হ্যাঁ বলা। আবিরের সঙ্গে কাজ করাটা সবসময় মজাদার। আমার শেষ ছবিতে (অসুর) আবিরের সঙ্গে আমার রসায়ন দর্শকেরা পছন্দ করেছে এবং আগামীতেও করবে বলেই আমার মনে হয়। আশা করছি এই জার্নিটা খুব সুন্দর হতে যাচ্ছে।
মোশাররফ করিমের শুটিং শুরু হবে ৭ মার্চ। মোশাররফ করিম এই দফায় ভারতের বিভিন্ন লোকেশনে দুই সপ্তাহের মতো শুটিংয়ে অংশ নেবেন। একই ছবিতে আরও অভিনয় করবেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চ্যাটার্জি। বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প-বাবা হওয়া ও স্বামী হওয়া অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে।
ছবি দুটিতে দুটো দম্পতির সম্পর্ক দেখানো হয়েছে। একদিকে ছবিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পৌলমি বসু। মোশাররফ থাকবেন এক অল্প শিক্ষিত নব্য ব্যবসায়ীর চরিত্রে। আরেকদিকে আবির ও নুসরাতকে দেখা যাবে আরেক দম্পতি হিসেবে। পরমব্রত থাকবেন নুসরাতের প্রেমিকরূপে।

Leave A Comment