চলচ্চিত্র: স্বপ্নজাল
পরিচালক: গিয়াস উদ্দিন সেলিম
কলাকুশলী: পরীমনি, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু
দেশ: বাংলাদেশ
সাল:২০১৮
রেটিং: ৩/৫
গল্প সংক্ষেপ
একটা মুসলিম ছেলে ও মেয়ের প্রেমকে কেন্দ্র করে সিনেমার গল্প। কিন্তু এই প্রেমকে ঘিরে উঠে আসে সমাজের অর্থনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব, টিনএজ প্রেম, কুকর্মের ফলসহ নানা কিছু। তবে শেষ পর্যন্ত সিনেমাটি মিলনাত্মক হয় না।
মূল কলাকূশলী
পরিচালক: গিয়াস উদ্দিন সেলিম
চিত্রগ্রাহক: কামরুল হাসান খসরু
অভিনয়শিল্পী: পরীমণি, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইরেশ জাকের,
অন্যান্য শিল্পী: শহীদুল আলম সাচ্চু, শাহেদ আলী, শিল্পী সরকার অপু, ফারহানা মিঠু, শাহানা সুমি, ব্রাত্য বসু, বিপ্লব ব্যানার্জি, রজত গাঙ্গুলী।
প্রযোজক
আবুল খায়ের
রচনা
গিয়াস উদ্দিন সেলিম
চিত্রনাট্য
গিয়াস উদ্দিন সেলিম
সংগীত
রাশেদ শরীফ শোয়াইব ও আর্য আশিক
শিল্পী: লুভা নাহিদ চৌধুরী, লাইসা আহমেদ লিসা, কাজী কৃষ্ণকলী ইসলাম
সম্পাদনা
ইকবাল আহসানুল কবির
প্রযোজনা
বেঙ্গল ক্রিয়েশনস
মুক্তি
২০১৮
Leave A Comment